Logo
Logo
×

অর্থনীতি

পাচারকৃত অর্থ ফেরাতে অ্যাটর্নি কার্যালয়ে টাস্কফোর্সের সভা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৮:৪৬ পিএম

পাচারকৃত অর্থ ফেরাতে অ্যাটর্নি কার্যালয়ে টাস্কফোর্সের সভা

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষ টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অ্যাটর্নি  জেনারেলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় ব্যাংক, দুদক, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিএফআইইউ এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ মোট ১৪টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি টাস্কফোর্সের আহবায়ক।

সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন যুগান্তরকে বলেন, বৈঠকে আমি ছিলাম, তবে আলোচ্য বিষয়ে কিছু বলতে পারবো না।  এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন বিএফআইইউ। 
বৈঠকে উপস্থিত হওয়া এক কর্মকর্তা জানান, কোন সুনির্দিষ্ট ব্যক্তির টাকা পাচার নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে বিদেশে পাচারকৃত অর্থ-সম্পদ ফেরাতে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এমন এক সময় টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে, যখন দেশে দুর্নীতিবিরোধী বিশেষ অভিযান চলছে। ইতোমধ্যে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া দুদকের অনুসন্ধানেও তাদের নামে-বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী স্বাক্ষরিত পত্রে বলা হয়, বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৫ জানুয়ারি, ২০২৩-এর প্রজ্ঞাপনে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম