Logo
Logo
×

অর্থনীতি

লোডশেডিংয়ে বেড়েছে জেনারেটর ব্যবহার, শুল্ক বসছে সেখানেও

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১১:৫৮ এএম

লোডশেডিংয়ে বেড়েছে জেনারেটর ব্যবহার, শুল্ক বসছে সেখানেও

গরম এলেই শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজী। এই আসে এই যায়। তাই যাদের সামর্থ্য আছে তারা তাদের জীবনকে শান্তিময় করতে লোডশেডিংয়ে জেনারেটর ব্যবহার করেন। আর এর মাধ্যমে বিদ্যুতের যাওয়া আসায় তাদের কোনো বিকার থাকে না।

আর লোডশেডিং মোকাবিলায় বাসাবাড়ি বা শিল্পে জেনারেটরের ব্যবহার বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সেখানেও নজর দিয়েছে এনবিআর। নতুন অর্থবছরে জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ বা যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। আর এ কারণে দেশের বাজারে জেনারেটরের দাম বাড়তে পারে। 

এছাড়া শিল্পে ব্যবহৃত ৩৩টি আইটেমের কাঁচামাল আমদানিতে এক শতাংশ শুল্ক বসানো হচ্ছে। এ তালিকায় আছে অপরিশোধিত ভোজ্যতেল, শিরিষ কাগজ উৎপাদনে ব্যবহৃত টিউব লিসেনিং জেল, কৃত্রিম কোরান্ডাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, প্যাট চিপস উৎপাদনে ব্যবহৃত ইথাইলিন গ্লাইকল, পানির মোটর উৎপাদনকারী অ্যালুমিনিয়াম ইনগট, ফ্লোরোসেন্ট বাতির যন্ত্রাংশ, কাচ, প্লাস্টিক, এলইডি টেলিভিশন উৎপাদনে ব্যবহৃত এলইডি বাল্ব, বাতি উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয় প্রভৃতির দাম বাড়তে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম