Logo
Logo
×

অর্থনীতি

ক্যাশলেস লেনদেন বাড়াতে যেসব উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১০:৫৯ পিএম

ক্যাশলেস লেনদেন বাড়াতে যেসব উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক

প্রতীকী ছবি

ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ব্যাংকগুলোকে প্রচার বাড়াতে বিভিন্ন খাতে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ক্যাশলেস কার্যক্রম বাড়ানোসংক্রান্ত কিছু খরচ এখন থেকে করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতে দেখানো যাবে। 

ফলে ওইসব খাতে ব্যয়ের ওপর কর দিতে হবে না। এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের মধ্যে মোট লেনদেনের ৩০ শতাংশ এবং ২০৩১ সালের মধ্যে ১০০ শতাংশ অনলাইন বা ক্যাশলেস করার লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক পর্যায়ে অনলাইন লেনদেনের পক্ষে প্রচার চালাতে ব্যাংকগুলো কিছুটা ছাড় পাবে। 

এর মধ্যে ১ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যাশলেস লেনদেনের পক্ষে প্রচারণা চালাতে ব্যাংকগুলো কিছু খাতের ব্যয় সিএসআর খাতে দেখাতে পারবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নির্দেশনায় ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত বাংলা কিউআর কোড বিশেষ প্রচারণা চলাকালে কিছু চার্জের খরচ সিএসআর খাতে দেখানো যাবে।

ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইনসংক্রান্ত যাবতীয় প্রচারণা, সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, কুরবানির পশুর হাটে বাংলা কিউআর কোড লেনদেনের পদ্ধতি প্রদর্শন খাতে ব্যয় সিএসআর খাতে দেখানো যাবে। তবে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যাতায়াত ভাতা, থাকা-খাওয়া, হোটেল বিল ইত্যাদি (যা যাতায়াত ভাতা হিসাবে গণ্য সেসব ব্যয়) সিএসআর খাতে প্রদর্শন করা যাবে না।

এদিকে অপর এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চামড়া খাতের শতভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রেও নগদ সহায়তা দেওয়া হবে। আগে এসব উদ্যোক্তারা নগদ সহায়তা পেতেন না।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম