Logo
Logo
×

অর্থনীতি

সুবাতাস লাগল শেয়ারবাজারে 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৪, ১০:৪২ পিএম

সুবাতাস লাগল শেয়ারবাজারে 

প্রতীকী ছবি

টানা ৮ কার্যদিবস পর ইতিবাচক হলো শেয়ারবাজার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসইর মূল্যসূচক ৫৯ পয়েন্ট বেড়েছে। একইভাবে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা। বেড়েছে লেনদেনও। সংশ্লিষ্টরা বলছেন, টানা পতনের পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাপোর্টে বাজার ইতিবাচক হয়েছে। তবে তা কতদিন টিকবে, সেটি বিবেচ্য বিষয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে সোমবার ৩৯৪টি কোম্পানির ১৬ কোটি ১১ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য ৫০৬ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ২৭৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১০ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৬ লাখ ৫১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

শীর্ষ ১০ কোম্পানি : এদিন ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস, আইএফআইসি ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, গোল্ডেন সন এবং ফারইস্ট নিটিং। ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো ইনডেক্স অ্যাগ্রো, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, শাইনপুকুর সিরামিক, ম্যাকসন্স স্পিনিং, সিলভা ফার্মা, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, বে-লিজিং, মালেক স্পিনিং এবং ওআইম্যাক্স ইলেকট্রোড।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ, খান ব্রাদার্স পিপি, আইসিবি সোনালী ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, নর্দার্ন জুট, ইস্টার্ন কেবলস, ই-জেনারেশন, মিথুন নিটিং, এনআরবিসি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স ও আরামিট লিমিটেড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম