রোজায় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৯:০৯ পিএম
রমজান মাসে মরিচ, আলু, শসা, বেগুনসহ প্রয়োজনীয় কাঁচামাল পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে এবং কোনো অসাধু ব্যক্তি যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে খুচরা ও পাইকারি বিক্রেতাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম। অন্যদিকে কাঁচামাল পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার সকালে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন কাঁচামাল আড়তদার, মার্কেটিং অ্যান্ড সাপ্লায়ার্সের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই।
প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, রমজান মাসকে কেন্দ্র করে অতিপ্রয়োজনীয় পণ্য ও সবজি যেমন বেগুন, মরিচ, আলু, শসা ইত্যাদির সরবরাহ ও মূল্য যেন স্বাভাবিক থাকে এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে বিপদে ফেলে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য এই খাতের ব্যবসায়ীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহসভাপতি আমিন হেলালী বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ কোটি ২০ লাখ টন সবজি উৎপাদিত হয়। যার মধ্যে প্রায় ৫০ ভাগই সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ অবস্থার উন্নয়নে সঠিক পরিসংখ্যান ও সংরক্ষণ ব্যবস্থা জরুরি। এছাড়া পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে পথে ঘাটে চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানান তিনি।
কমিটির ডিরেক্টর ইনচার্জ হাজি আবুল হাসেম বলেন, রমজান মাস এলে কাঁচামালের গুরুত্ব আরও বেড়ে যায়। মানুষ যেন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে কটু কথা বলার সুযোগ না পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. এমরান মাস্টার। তিনি বলেন, বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখা বা সংকট এড়াতে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দেশের বিপণন ব্যবস্থা আরও সুষ্ঠু ও আধুনিক করতে আড়তদারদের সমন্বয়ে প্রতিনিধি দল গঠন ও সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।