Logo
Logo
×

অর্থনীতি

রপ্তানির অর্থ পাচার রোধে তদারকি জোরদার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:৩৭ পিএম

রপ্তানির অর্থ পাচার রোধে তদারকি জোরদার

দেশ থেকে রপ্তানি আয়ের অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক তদারকি জোরদার করেছে। এখন থেকে বকেয়া রপ্তানি আয়ের বিবরণ, নির্ধারিত সময়ের মধ্যে যেসব রপ্তানি আয় দেশে আসেনি, সেগুলোসহ এ খাতের আরও অনেক তথ্য কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে অনলাইনে তদারকি করবে। 

এ কারণে ব্যাংকগুলোকে এসব তথ্য এখন থেকে কাগজের মাধ্যমে পাঠানোর পরিবর্তে অনলাইনে ইলেকট্রনিক ফরমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক বোতাম টিপেই রপ্তানি আয়ের বকেয়া অর্থ বা নির্ধারিত সময়ের মধ্যে দেশে না আসার তথ্য সম্পর্কে জানতে পারবে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সূত্র জানায়, নানা কারণে রপ্তানি আয় সময়মতো দেশে আসছে না। এর মধ্যে কিছু অসাধু রপ্তানিকারক দেশে আয় না এনে বিদেশে রেখে দিচ্ছেন। এতে দেশের বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। কিছু উদ্যোক্তা ডলারের বাড়তি দাম পাওয়ার আশায় বিদেশে রেখে দিচ্ছেন। 

ডলারের দাম বাড়লে দেশে আনছেন। অথচ রপ্তানি কাঁচামালের আমদানির বিপরীতে সৃষ্ট দায় আগেই পরিশোধ করা হয়েছে। এসব কারণে বাজারে ডলারের সংকট হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৫০ কোটি ডলারের রপ্তানি আয় সময়মতো দেশে আসেনি। 

এ কারণে কেন্দ্রীয় ব্যাংক এ খাতে তদারকি জোরদার করেছে। আগে এগুলো কাগজপত্র পর্যালোচনা করে তদারকি করা হতো। এ খাতে কাগজপত্র স্তূপাকারে ব্যাংক থেকে আসে বলে সব তদারকি করা সম্ভব হতো না। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার লেনদেন পরিস্থিতি অনলাইনে তদারকি করতে একটি ড্যাশবোর্ড তৈরি করেছে। এর মাধ্যমে বোতাম টিপেই যে কোনো ব্যাংকের ব্যাক টু ব্যাক এলসি ভিত্তিতে তদারকি করা সহজ হবে। 

এ কারণে ব্যাংকগুলোকে রপ্তানি আয়ের সব তথ্য অনলাইনে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর মধ্যে রপ্তানির বকেয়া মাসিক বিলের বিবরণী, নির্ধারিত সময়ের মধ্যে যেসব রপ্তানি আয় দেশে আসেনি সেগুলোর বিবরণী, সরাসরি রপ্তানির বিপরীতে আসা আয়ের সনদ, রপ্তানি আয় দাবির পরিসংখ্যান-এসব তথ্য এখন থেকে অনলাইনে পাঠাতে হবে। প্রতিমাসের এসব তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

সূত্র জানায়, এ প্রক্রিয়ায় তদারকির ফলে উদ্যোক্তাদের রপ্তানি আয় দেশে আনতে ব্যাংকগুলো যেমন তাগাদা দেবে, তেমনই কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তদারকি করা হবে। ফলে বাজারে ডলারের প্রবাহ বাড়বে। সংকটও কিছুটা কমবে। ডলারের বাড়তি দাম পাওয়ার আশায় যেসব উদ্যোক্তা বেআইনিভাবে ডলার দেশের বাইরে রেখে দিচ্ছেন, সেই প্রবণতাও কমে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম