Logo
Logo
×

অর্থনীতি

জেসিআই মুন্সীগঞ্জ চ্যাপ্টারের যাত্রা শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

জেসিআই মুন্সীগঞ্জ চ্যাপ্টারের যাত্রা শুরু

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) উদ্যোগে মুন্সীগঞ্জে একটি নতুন চ্যাপ্টার স্থাপন করা হয়েছে।

মুন্সীগঞ্জ চ্যাপ্টারের লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়ন করা এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে একটি জেলাভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা। এ চ্যাপ্টারটি নেতৃত্বের দক্ষতা, ব্যক্তিগত বিকাশ এবং নাগরিক দায়িত্বের চেতনা বৃদ্ধিতে কাজ করছে।

সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জামালদি এলাকায় অবস্থিত একটি রিসোর্টে চ্যাপ্টারের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেসিআই বাংলাদেশের ২০২৩ সালের সভাপতি জিয়াউল হক ভূইয়া, ২০২৪ সালের সভাপতি ইমরান কাদিরসহ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা এবং মুন্সীগঞ্জের উন্নতিতে অবদান রাখতে আগ্রহী তরুণ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

জেসিআই মুন্সীগঞ্জের সভাপতি ফারহানা মাখনুন সাবা বলেন, এ চ্যাপ্টারটি মুন্সীগঞ্জ জেলার একটি ইতিবাচক পরিবর্তনের উদ্ভাবন ঘটাতে সক্ষম হবে। চ্যাপ্টারটি স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে এলাকার জনগোষ্ঠীর চাহিদা পূরণ করবে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম