Logo
Logo
×

অর্থনীতি

নির্বাচনি অনিশ্চয়তায় উচ্চঝুঁকি প্রবৃদ্ধিতে: এডিবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

নির্বাচনি অনিশ্চয়তায় উচ্চঝুঁকি প্রবৃদ্ধিতে: এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তায় কমতে পারে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি। এটিকে প্রবৃদ্ধির জন্য উচ্চঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি কমে যেতে পারে মূল্যস্ফীতি। 

বুধবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ডিসেম্বর-২০২৩’ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। 

এতে বলা হয়েছে, প্রধান রপ্তানি বাজারে অর্থনৈতিক মন্দা, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এবং অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধি কমতে পারে। তবে প্রবৃদ্ধির হার কমে কত শতাংশে দাঁড়াতে পারে এমন তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে এডিবির বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার যুগান্তরকে বলেন, এবার সচেতনভাবেই কোনো সংখ্যা উল্লে­খ করা হয়নি। কেননা তথ্য-উপাত্তের ঘাটতিসহ কারিগরি কিছু বিষয় রয়েছে। তাই কোনো সংখ্যা দেওয়া সম্ভব হয়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের শেষ দিকে কমতে পারে দেশের মূল্যস্ফীতি। তবে অনেক প্রচেষ্টা সত্ত্বেও জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে মূল্যস্ফীতির মাসিক হার দুই অঙ্কের কাছাকাছি ছিল। পরবর্তীতে ক্রমাগত সংকোচনমূলক মুদ্রানীতি, বাজারভিত্তিক বিনিময় হার সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া এবং কম বৈশ্বিক পণ্য মূল্যের কারণে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। এর প্রভাব অব্যাহত থাকবে। 

এর আগে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক শূন্য শতাংশ প্রবৃদ্ধির তুলনায় চলতি অর্থবছর এ অর্জন বেশি। এমন পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।  গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম