Logo
Logo
×

অর্থনীতি

কৃষিতে এডিবির ১০ কোটি ৬০ লাখ ডলার সহায়তা 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ পিএম

কৃষিতে এডিবির ১০ কোটি ৬০ লাখ ডলার সহায়তা 

কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ১০ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স স্মলস্কেল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। 

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং স্বাক্ষর করেন। 

এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, এডিবির অর্থায়নের মধ্যে এ প্রকল্পে নেদারল্যান্ডস সরকারের কাছ থেকে ১৭ দশমিক ৮০ মিলিয়ন অনুদানের জন্যও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এডিবি অনুদানটি পরিচালনা করবে। 

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, প্রকল্পটি ৩ লাখ ৮০ হাজার পরিবারের, বিশেষ করে নারী এবং দুর্বল ব্যক্তিদের জীবিকা নির্বাহের জন্য উন্নত কৃষি বিপণন এবং মৎস্য ও জলজ উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম