Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

হিমাগার শিল্পের খেলাপি ঋণ নবায়নে আবেদনের সময় বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম

হিমাগার শিল্পের খেলাপি ঋণ নবায়নে আবেদনের সময় বাড়ল

কৃষিভিত্তিক হিমাগার শিল্পের খেলাপি ঋণ নবায়নের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধা গ্রহণের সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। 

এ সুবিধা গ্রহণ করতে হলে খেলাপি উদ্যোক্তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। আগের নিয়মে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আবেদন করার কথা ছিল। অনেকেই আবেদন করতে পারেননি। তাই আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, আলোচ্য ঋণ ৩০ জুন পর্যন্ত স্থিতি ধরে দুটি আলাদা হিসাবে জমা রাখতে হবে। এর মধ্যে খেলাপি ঋণের ওপর আরোপিত সুদ একটি সুদবিহীন ব্লক হিসাবে রাখতে হবে এবং আসল একটি হিসাবে রেখে এর বিপরীতে নিয়মিত সুদ আরোপ করতে হবে। 

এসব ঋণ এক বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছরের জন্য নবায়ন করা যাবে। গ্রেস পিরিয়ডের পর প্রথমে আসল আদায় করতে হবে। এরপর সুদ আদায় করতে হবে। আসল ও সুদ নয় বছরের মধ্যে আদায় করতে হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম