
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম
লড়ছেন ক্যানসারের সঙ্গে, অন্যদেরও বাঁচার সাহস যোগাচ্ছেন অভিনেত্রী সামিয়া আফরিন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৪৭ পিএম

আরও পড়ুন
জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিনের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। প্রায় আড়াই বছর ধরে জটিল এই রোগের সঙ্গে লড়ছেন তিনি। তবে তিনি সাহস হারাননি, বরং নিজে ক্যানসারের সঙ্গে লড়াই করেও অন্যরাও যাতে সাহসের সঙ্গে বাঁচতে পারেন, সেজন্য কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।
শনিবার রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে প্রদর্শনীতে এ কথা জানান সামিয়া নিজেই।
উজ্জ্বলা ফাউন্ডেশন আয়োজিত এ প্রদর্শনী পরিচালক করেন সামিয়া আফরিন। এ প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে।
প্রদর্শনীর চলাকালে সামিয়া আফরিন বলেন, ‘আমার ক্যানসার ধরা পড়ে ২০২২ সালের ঠিক এপ্রিলে। তখন কোভিড থেকে সবেমাত্র লকডাউন উঠছে এবং কিছু কিছু দেশ খুলছে (ভ্রমণ অনুমতি)। ওই সময় স্টেজ ফোর-এ ছিল আমার ক্যানসার। এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল আমার পরিবারের লোকজনের জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে, এটা একটা অসুখ; এ জন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কীভাবে এই রোগের নিরাময় হতে পারে, আমি সেসব খুঁজে বের করি।’
তিনি আরও বলেন, তখন মানসিকভাবে ভেঙে না পড়ে বরং আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম। কারণ কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।
মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হলেও মনোবল হারাননি সামিয়া। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমরা হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সঙ্গে সঙ্গে অনেক লাইফস্টাইলেও পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফস্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’
সামিয়া আফরিন নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে বলেন, ‘প্রতি ঘরে-ঘরেই দেখা যায় এক-দুজন ক্যানসারের রোগী আছেন, আমি নিজেও একজন ক্যানসারের রোগী। প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।’
সামিয়া আফরিন এক সময় টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করতেন। ফাঁকে ফাঁকে তিনি নাটকেও অভিনয় করতেন। তিনি ‘পাপপূণ্য’, ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’, ‘ব্লাফমাস্টার’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।