
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৪ এএম
কাজে ফিরেছেন মৌমিতা মৌ

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

আরও পড়ুন
চিত্রনায়িকা মৌমিতা মৌ। নানা কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও, ফের অভিনয়ে নিয়মিত হলেন এ অভিনেত্রী। তবে সিনেমায় নয়, তিনি ফিরেছেন অনলাইন কনটেন্টের কাজে।
আলোচিত নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘ব্যাডবাজ পোলাপাইন’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন এ অভিনেত্রী। এরইমধ্যে এর শুটিং সম্পন্ন করেছেন। ঈদের পর নাটকটি ইউটিউবে প্রচারে আসবে বলে জানান এ অভিনেত্রী। এছাড়াও তিনি থেকে ‘রিটার্ণ’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন। এটি পরিচালনা করছেন তাজু কামরুল।
অভিনয়ে দীর্ঘদিন পর ফেরা ও নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নিজের মতো করে কিছুটা সময় কাটাতেই মূলত অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম। এরমধ্যে অবশ্য নাটক সিনেমার কিছু কাজের প্রস্তাব এসছিল, তবে ভালো লাগছিল না বলে করা হয়নি। কিন্তু অবশেষে বান্নাহ ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় দিয়েই ফিরলাম। এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করবো।’
মৌমিতা মৌ অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল ‘আহারে জীবন’। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি নির্মাণ করেছেন ছটকু আহমেদ। এ সিনেমার পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।
প্রসঙ্গত, মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সারের পরিচালনায় ‘তোমারই আছি তোমারই থাকবো’। পরবর্তীতে তিনি ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানী’, ‘অন্তর্জাল’ নামে আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন।