Logo
Logo
×

নাটক

আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি: নাদিয়া আহমেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম

আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি: নাদিয়া আহমেদ

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের জন্মদিন আজ। তার এ জন্মদিন উদযাপন ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা।

জন্মদিনে আনন্দ উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন  নাদিয়া। কারণ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, গত এক মাস দেশে যে পরিস্থিতি গেছে, তাতে মনটা ভালো নেই। অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আন্দোলনে আমাদের অনেক ছেলেমেয়ের প্রাণ গেছে। সেই কষ্ট এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। অন্যদিকে দেশের কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। এসবের মাঝে জন্মদিন উদযাপন করার ব্যাপারটা মন থেকে সায় দিচ্ছে না। সবকিছু স্বাভাবিক হলে, দেশে স্থিতিশীলতা ফিরলে আগামী বছর আনন্দময় পরিবেশে সবাইকে নিয়ে জন্মদিন উদযাপন করব।

টেলিভিশনে চলমান কাজ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, তিন-চারটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে দীর্ঘ ধারাবাহিক ‘বকুলপুর’-এর কাজ শেষ করেছি। ৭৮৮ পর্বের মাধ্যমে এর দ্বিতীয় সিজনের কাজ শেষ হলো। দুটি সিজনে আমি দিবা চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি দর্শকদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছে। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। 

তিনি বলেন, আমার আরও দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে— সেগুলোরও শুটিং করছি। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করব শিগগিরই।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ অভিনেত্রী বলেন, শুধু আমি নই, দেশের সব মানুষেরই এই সরকারের কাছে চাওয়া শান্তি-শৃঙ্খলাময় পরিবেশ। আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি। দেশ যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, দেশের মানুষ সুখে-শান্তিতে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে— এটাই সবার চাওয়া। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম