Logo
Logo
×

নাটক

‘মায়া’ দিয়ে পর্দায় হাজির হচ্ছে দুই জোড়া যমজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পিএম

‘মায়া’ দিয়ে পর্দায় হাজির হচ্ছে দুই জোড়া যমজ

ছোট পর্দার গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা দুই মেয়ের মা। তার যমজ দুই মেয়ের নাম টাপুর ও টুপুর। এদিকে বর্তমান সময়ের পরিচিত মুখ অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। তাদের ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।  

নির্মাতা অনিমেষ আইচ সম্প্রতি এই চারজনকে এক ফ্রেমে নিয়ে ওয়েব ফিল্ম ‘মায়া’ নির্মাণ করছেন। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলোচিত অতিপ্রাকৃত গল্প ‘মায়া’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে দুই জোড়া যমজের রসায়ন দেখবেন দর্শক। 

বিষয়টি নিশ্চিত করে অনিমেষ আইচ বলেন, ‘মায়া’র শুটিং গতবছর মানিকগঞ্জের বানিয়াজুড়িতে করেছি। পহেলা বৈশাখে এটি মুক্তি দেব। গল্পটি অনেকেরই পড়া। চেনা গল্পেরই রসায়ন করেছেন তিনি। ৭৫ মিনিটের এই চলচ্চিত্র দেখা যাবে দীপ্ত প্লেতে। 

ছোটগল্প থেকে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিমেষ আইচ নিজেই। অভিনয় করেছেন বৃন্দাবন দাস, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ অনেকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম