Logo
Logo
×

নাটক

রোনালদো ও বেকহামকে নিয়ে যা বললেন নোবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম

রোনালদো ও বেকহামকে নিয়ে যা বললেন নোবেল

ফাইল ছবি

আদিল হোসেন নোবেল- মডেল নোবেল হিসেবেই বেশি পরিচিত। ফ্যাশন শো থেকে শুরু করে বিজ্ঞাপনের জগতে কাজ করে চলেছেন প্রায় তিন দশক ধরে; কিন্তু এখন কেন এত কম দেখা যায় তাকে? তার অভিনয় বরাবরই মুগ্ধ করে দর্শকদের। বিশেষ করে ফিটনেস এবং বাচনভঙ্গির জন্য দর্শকহৃদয়ে আলাদা এক অবস্থান তার। 

পর্দায় খুব কম দেখতে পাওয়ার কারণ নিয়ে সবারই প্রশ্ন রয়েছে। এ বিষয়ে নোবেল বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো একসময় বছরে যদি একশ ম্যাচ খেলতো, এখন কিন্তু সে এত খেলে না। বেকহামের খেলাধুলার বাইরেও একটা পরিচিতি ছিল। অনেক মডেলিং করতেন, সেটাও এখন কম করছে।

নোবেল বলেন, মানুষের কাজের মধ্যে সময়ের একটা বিবর্তন আসে। কাজ কমে আসে বা কম করতে হয়। ওই ধরনের কোনো কারণে হয়তো আমারও কাজ কম হয়।

তিনি আরও বলেন, নিজেকে ক্লান্ত মনে হলে বিশ্রামের প্রয়োজন মনে হয়। আগে যেমন ছুটিতে কাজ করতাম, ওই জায়গাটি এখন আমার অধিকতর বিশ্রামের সময় হয়ে গেছে বা দরকার হচ্ছে। আবার পরিবারের ব্যাপারও আছে। পরিবারকে সময় দিতে হয়, সন্তানরা বড় হয়ে যাচ্ছে। তাদের সময় দিতে না পারলে এ সময় তো আর আমি ফিরে পাব না।

এই মডেল বলেন, অফিস-পরিবারের কারণে পর্দার কাজে একটু গ্যাপ হচ্ছে কিন্তু একদম করছি না, তাও নয়। যখন মনে হয় দর্শকরা আমাকে খুঁজছে তখন আবার কাজ করি।

এ সময় প্রায় সব তারকাকেই ওটিটি প্লাটফর্মে দেখা যাচ্ছে। তবে এ মাধ্যমে এখনো দেখা যায়নি নোবেলকে। ওটিটি নিয়ে কি ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, ওটিটি নিয়ে এখনো খুব একটা চিন্তা করছি না। প্রধান কাজ চাকরি, এর বাইরে মাঝে মাঝে মডেলিং করি, টিভি শ্যুট, স্টিল শুট করি, করব। কিন্তু ওটিটি এখনো আমার পরিকল্পনায় নেই। মানুষের চিন্তার পরিবর্তন হয়। মানুষ নতুন করে পরিকল্পনা করে। 

ওরকম কখনো পরিবর্তন হলে ওটিটিতে কাজ করা হতে পারে বলেও জানালেন এই মডেল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম