Logo
Logo
×

ডাক্তার আছেন

অল্পতেই মেজাজ খিটখিটে, জেনে নিন সমাধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম

অল্পতেই মেজাজ খিটখিটে, জেনে নিন সমাধান

অফিসে কাজ করতে করতে অনেকেরই অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে পড়ে। অনেক ব্যক্তির শরীরে অন্য কোনো রোগ না থাকলেও মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা হঠাৎ হঠাৎ মনখারাপ হওয়ার মূল কারণ হতে পারে কোনো ভিটামিনের অভাবেও।

 এ প্রসঙ্গে মাদ্রাজ মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ গৌতম বলেছেন, সুস্থ ও ফিট থাকতে শরীরে প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ পর্যাপ্ত পরিমাণে থাকা জরুরি। এসবের মধ্যে কোনো একটির ঘাটতি হলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। প্রতিটি ভিটামিনের আলাদা কার্যকারিতা রয়েছে। যেমন ভিটামিন 'ডি'-এর ঘাটতি হলেই তার প্রভাব পড়ে মস্তিষ্কের ওপরে। মস্তিষ্কের ক্রিয়া সচল রাখতে এই ভিটামিন পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার। 

আর ভিটামিন 'ডি'-এর ঘাটতি স্নায়ুসংক্রান্ত রোগের জন্ম দেয়। তা হলে কোন কোন লক্ষণ দেখলে আপনি সতর্ক হবেন, জেনে নেওয়া যাক।

ভিটামিনের ঘাটতির কারণে চুলকানি ও ত্বকে ফাটল— এমনকি সংক্রমণের মতো সমস্যাও হতে পারে। ত্বকের ওপরের স্তর বা এপিডার্মিস সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত হাইড্রেশন প্রয়োজন। চর্বি, প্রোটিন ও পানি ত্বককে নমনীয় এবং হাইড্রেটেড রাখতে কাজ করে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হতে শুরু করে। যার ফলে হাঁটু, কোমরসহ বিভিন্ন জয়েন্টে ব্যথা শুরু হয়। যার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকা জরুরি। ভিটামিন ডি শরীরে ক্যালশিয়াম ও ফসফরাস শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই এ ধরনের ব্যথা অনুভূত হলে ভিটামিন 'ডি' পরীক্ষা করে নিন। 

একজন অসুস্থ ব্যক্তি কাশি কিংবা হাঁচি দিলে এটি সহজেই ছড়িয়ে পড়ে। ঠান্ডা লাগা বা ফ্লু ভাইরাসের কারণে হয়, তবে মানুষ ঘরে বসেই ঠান্ডা-কাশি থেকে মুক্তি পাবেন এই ঘরোয়া উপকরণ আদা, রসুন, বাষ্প, সরষের তেল এবং হলুদ ব্যবহার করে।

তা ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতেও বড় ভূমিকা পালন করে ভিটামিন 'ডি'। তাই ঘন ঘন ভাইরাল জ্বর, সর্দি-কাশিতে ভুগলে শরীরে ভিটামিন 'ডি'-এর ঘাটতির লক্ষণ হতে পারে।

আর অতিরিক্ত ভিটামিন-ডি খেলে রক্তনালিতে ক্যালসিয়াম জমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এ পরিস্থিতিকে ডাক্তারি পরিভাষায় বলে ক্যালসিফিকেশন, যার থেকে দেখা দিতে পারে হাইপারক্যালসিমিয়ার মতো রোগ। এর ফলে কিডনির অসুখ, হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

প্রতিদিন বিভিন্ন পেশি, কাঁধ, উরু, বাহুতে ব্যথা হলে ভিটামিন-ডি ঘাটতির লক্ষণ। এছাড়া হাত, পায়ে সূচ ফোটার মত ব্যথা, মাঝেমধ্যে ঝিনঝিন ধরাও ভিটামিন-ডি ঘাটতির কারণে হতে পারে। (প্রতীকী ছবি)

ভিটামিন-ডি একটি স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন। অনেক সময়ই একে বলে ‘সাইশাইন ভিটামিন’। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। পাশাপাশি মানুষের ত্বক রোদের সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য ও ডিমে ভিটামিন-ডি পাওয়া যায়।

ভিটামিন ডি-র অভাবে চুল ও ত্বকেরও ক্ষতি হতে পারে। তাই অতিরিক্ত চুল পড়া, ত্বক রুক্ষ হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে ভিটামিন-ডির পরীক্ষা করান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম