Logo
Logo
×

ডাক্তার আছেন

সপ্তাহে আড়াই ঘণ্টা হাঁটলে থাকবে না কোমরব্যথা

Icon

ডয়চে ভেলে

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৫:৪৯ পিএম

সপ্তাহে আড়াই ঘণ্টা হাঁটলে থাকবে না কোমরব্যথা

চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণা বলছে, সপ্তাহে পাঁচবার আধঘণ্টা করে হাঁটলে ও ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চললে কোমরব্যথা ফিরে আসার সময়টা প্রায় দ্বিগুণ বেড়ে যায়৷

অর্থাৎ নিয়মিত হাঁটা ব্যক্তিরা, যারা হাঁটেন না, তাদের চেয়ে দ্বিগুণ সময় ব্যথামুক্ত থাকতে পারেন৷

বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ লো ব্যাক পেইন বা কোমরের ব্যথায় ভোগেন৷ প্রতি ১০ জনের মধ্যে সাতজনের ব্যথা সেরে যাওয়ার একবছরের মধ্যে আবারও ব্যথা ফিরে আসে৷

গবেষণার প্রয়োজনে কোমরব্যথা থেকে মুক্তিপাওয়া ৭০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তিন বছর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে অর্ধেক ব্যক্তির জন্য হাঁটা কর্মসূচি ও ফিজিওথেরাপিস্টের সহায়তার ব্যবস্থা করা হয়েছিল৷ বাকিদের নিজেদের মতো করে ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল৷

তবে হাঁটা কেন কোমরব্যথা প্রতিরোধ করে তার নির্দিষ্ট কারণ জানতে পারেননি গবেষকেরা৷

এছাড়া হাঁটার কারণে কার্ডিওভাস্কুলার হেলথ, হাড়ের ঘনত্ব, শারীরিক ওজন, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়েও সুবিধা পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপির অধ্যাপক মার্ক হ্যানকক৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম