
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৩ এএম
গরমে ডায়াবেটিক রোগীদের জন্য সতর্কবার্তা

ডা. শাহজাদা সেলিম
প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:২৫ এএম

আরও পড়ুন
ডায়াবেটিক রোগীদের তীব্র তাপপ্রবাহে পানিশূন্যতা, প্রস্রাবের প্রদাহ, ত্বকের সংক্রমণ, অ্যালার্জিসহ বিভিন্ন রকম জটিলতা হতে পারে। রোগীদের উচিত এ সময়ে অধিক পরিমাণে তরলজাতীয় খাবার গ্রহণ করা এবং ঘন ঘন পানি পান করা।
গরমে ক্লান্ত হয়ে পড়া হাইপোগ্লাসেমিয়ার লক্ষণ হতে পারে। এ সময় নিজের বাড়তি যত্ন নিন এবং প্রতিবার দীর্ঘভ্রমণের আগে ও পরে ব্লাডসুগার পরীক্ষা করুন। যখন গরমের মধ্যে শারীরিক পরিশ্রম করেন, রক্তে গ্লুকোজের পরিমাণ ঘনঘন পরীক্ষা করান।
কার্বোহাইড্রেট থেকে দূরে থাকার জন্য গ্লুকোজ ট্যাবলেটজাতীয় ওষুধ সঙ্গে রাখুন। স্থান এবং তাপমাত্রা পরিবর্তনের সময় দেহে ইনসুলিনের মাত্রা দেখে নিন। যদি ব্লাড সুগার কম বা বেশি হয় ডাক্তারের পরামর্শ নিন।
লেখক : সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।