Logo
Logo
×

ডাক্তার আছেন

দেশের স্বনামধন্য ১৩ চিকিৎসককে আজীবন সম্মাননা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম

দেশের স্বনামধন্য ১৩ চিকিৎসককে আজীবন সম্মাননা

দেশের স্বনামধন্য ১৩ চিকিৎসককে লাইফস্প্রিং আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের স্বনামধন্য ১৩ চিকিৎসককে লাইফস্প্রিং আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার সন্ধ্যায় চিকিৎসকদের হাতে এ সম্মাননা তুলে দেয় লাইফস্প্রিং পরিবার।

পদকপ্রাপ্ত চিকিৎসকরা হলেন কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, নাক কাল গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি , শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা, দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তার,   দেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী (কার্ডিওলজি), কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সামাদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপম হোসাইন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শহিদুজ্জামান, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, ডেন্টাল সার্জন ডা. এসএম আনোয়ার সাদাত, ত্বক বিশেষজ্ঞ ডা. মো সাইফুল ইসলাম ভূঁইয়া

সম্মাননা পেয়ে অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, শিশুদের জীবন বাঁচানোর চেয়ে অধিক আনন্দ আর কিছুতেই নেই। তবুও এ ধরনের সম্মাননা দায়িত্ববোধকে আরো বাড়িয়ে দেয়।"

অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা বলেন, শিশুদের জীবন বাঁচানোর চেয়ে অধিক আনন্দ আর কিছুতেই নেই। তবুও এ ধরনের সম্মাননা দায়িত্ববোধকে আরো বাড়িয়ে দেয়।

তিনি আমৃত্যু শিশুদের হৃদরোগের চিকিৎসায় জীবন উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্বাধীনতাপদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. ফাতেমা।

এদিকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাইয়েদুল আশরাফ কুশল বলেন, "শুধু মানসিক স্বাস্থ্য নয়, মানুষের জীবনের গুণগত মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তারা।"

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠানটি ২০১৭ সালে তাদের যাত্রা শুরু করে। 'ফ্যামিলি ফার্স্ট' শিরোনামে অনুষ্ঠিত প্রথম সামিটে দেশের শীর্ষ বিজ্ঞানী, পুলিশ কর্মকর্তা সহ হাজারো সেবা গ্রহীতা অংশ নিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম