Logo
Logo
×

ডাক্তার আছেন

আরজিসি আই হসপিটালে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম

আরজিসি আই হসপিটালে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা

এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দিচ্ছে ‘রেটিনা গ্লুকোমা সেন্টার অ্যান্ড সুপার স্পেশালিটি আই হসপিটাল’ (আরজিসি আই হাসপাতাল)।বিশ্ব দৃষ্টি দিবস-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে অবস্থতি হাসপাতালটি এ সেবাদান শুরু করেছে। 

সপ্তাহব্যাপী চলা এ চিকিৎসা কর্মসূচিতে রিকশা-ভ্যান ও বাসচালক, সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশু, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং বিদ্যালয়গামী গরিব শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের সমস্যা সংক্রান্ত সেবা নিতে পারবেন। 

বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে চোখের দৃষ্টি, রেটিনা, গ্লুকোমা ও শিশুদের আরওপি পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসাসেবা এবং পরামর্শ দেবেন।

বৃহস্পতিবার সকালে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হাসপাতালটিতে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান। 

তিনি বলেন, বাংলাদেশে প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টিত্রুটিতে ভুগছেন। দিন দিন চোখের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অসচেতনতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্মার্টফোন-ট্যাবের মতো গ্যাজেটে আসক্তি, এ রকম নানা কারণে অল্প বয়স থেকেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। 

হাসপাতালের প্রধান ব্যবস্থাপক নজরুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আমাদের হাসপাতালে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেবেন। 

তিনি বলেন, আজ প্রথম দিন প্রায় শতাধিক রিকশা ভ্যানচালক ও বাস শ্রমিক এই সেবা নিয়েছেন। বিনামূল্যে সেবা গ্রহণের জন্য ‘০১৭৩৩-৭৪৭৫৭৫’ মোবাইল নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে।

যারা চিকিৎসাসেবা দেবেন: চক্ষু বিশেষজ্ঞ ও রেটিনা সার্জন অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান, গ্লুকোমা সার্জন সহযোগী অধ্যাপক ডা. রেজওয়ান রাজু, কর্ণিয়া বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম ও ডা. মাসুদ রানা, অকুলোপ্লাস্টিক অ্যান্ড ফ্যাকো সার্জন ডা. পারওয়াজ মাহতাব, নিউরো অফথালমলোজিস্ট অ্যান্ড ফ্যাকো সার্জন ডা. উম্মে হাসিনা রুমকি। 

এছাড়া চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মেজর তানভীর আহমেদ, ডা. নওরাজ ফেরদৌস, ডা. এরশাদুল হক রাহাত, ডা. হুমায়রা আফরিন ডা. নুসাফ্ফারিন খান, ডা. কামরুন নাহা, ডা. তানজিন হুদা, ডা. এস এম. ফাহাদ, ডা. উষা আল সাঈদ অয়ন, ডা. খন্দকার খাদিজা ফারহানা ফেরদৌস (লাবণ্য) ও শিশুদের সাইক্লো রিফ্রেকশন ও লো-ভিশন বিশেষজ্ঞ এমডি কামাল উদ্দিন প্রমুখ চিকিৎসা দেবেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম