Logo
Logo
×

ডাক্তার আছেন

নিঃসঙ্গতা সিগারেটের মতো ক্ষতি করে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৩১ পিএম

নিঃসঙ্গতা সিগারেটের মতো ক্ষতি করে

যুক্তরাষ্ট্রের শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা বিবেক মূর্তি বলেছেন, সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে। খবর বিবিসির। 

তিনি বলেন, নিঃসঙ্গ ব্যক্তিদের হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ বেশি। এদের স্মৃতিভ্রংশ, স্ট্রোক, বিষণ্ণতা, উদ্বেগ ও অকালমৃত্যুর ঝুঁকি অনেক বেশি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামাজিক বিচ্ছিন্নতাকে স্থূলতা ও মাদকের অপব্যবহারের মতোই গুরুত্ব দিয়ে চিকিৎসা করার আহ্বান জানাচ্ছে। 
ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ শতাংশ আমেরিকান নিঃসঙ্গতায় ভুগছে। বিশ্বজুড়েই সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দিন দিন বাড়ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম