
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৯ এএম
শাকিবের ‘বরবাদ’ কত আয় করল ৭ দিনে?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পিএম

আরও পড়ুন
এবারের ঈদুল ফিতরে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢালিউড কিং শাকিব খানের দুটি সিনেমা রয়েছে। একটি হচ্ছে—‘বরবাদ’, অন্যটি ‘অন্তরাত্মা’। যদিও অন্তরাত্মা সিনেমাটি সিনেপ্রেমীদের মাঝে তেমন সাড়া ফেলতে পারেননি। তবে ‘বরবাদ’ সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছে।
এদিকে শাকিব খানের ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ ছাড়াও এবারের ঈদে আরও চারটি সিনেমা মুক্তি পেয়েছে— ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’ ও ‘চক্কর ৩০২’। এ নিয়ে মোট ছয়টি সিনেমার মধ্যে তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তবে, কোন সিনেমা কেমন ব্যবসা করছে, তার একটি হিসাব জানতে চান সিনেমাপ্রেমীরা। কেমন চলছে কিং খানের ‘বরবাদ’? এ নিয়েই চলছে সিনেমাবোদ্ধাদের আলোচনা।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে কত টাকার টিকিট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে, সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীত আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ইতোমধ্যে শাকিবের ‘বরবাদ’ সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। এ সিনেমায় আইটেম ‘চাঁদমামা’ গানে ক্যামিও পারফরম করেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।
মুক্তির নবম দিনের হালনাগাদ তথ্যমতে, সাত দিনে বরবাদ সিনেমার টিকিট বিক্রি থেকে আয়ের পরিমাণ ২৭ কোটি ৪৩ লাখ টাকা।
এর আগে ২০২৩ সালের ঈদুল আজাহায় শাকিব খান অভিনীত 'প্রিয়তমা' সিনেমাটি এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে মাত্র সাত দিনেই ‘বরবাদ’ সেই সাফল্য অর্জন করেছে।
এ ছাড়া ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও ‘বরবাদ’ সিনেমা সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে রাজধানীতে প্রায় ৬৫টি শো চলছে। মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এ সিনেমাটি।
উল্লেখ্য, শাকিব খান-ইধিকা পাল ছাড়াও এ সিনেমায় আরও আছেন খলঅভিনেতা মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।