Logo
Logo
×

বিনোদন

অভিযোগ থেকে মুক্ত অনন্ত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

অভিযোগ থেকে মুক্ত অনন্ত

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার মূল পেশা ব্যবসা। গার্মেন্ট ব্যবসা করেন তিনি। তার রয়েছে এজেআই ও এবি গ্রুপ নামে দুটি রপ্তানীমুখী গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান। 

এই ব্যবসাসংক্রান্ত একটি মামলায় সম্প্রতি খালাস পেয়েছেন এ নায়ক। তিনি ও তার প্রতিষ্ঠানের আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ব্যবসায় অর্থনৈতিক লেনদেন বিষয়ক একটি মামলা হয়।

গত ৩০ ডিসেম্বর আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন। তবে মামলার বাদী শাফিল নাওয়াজ চৌধুরী দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে বলে মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ২৩ ফেব্র“য়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল­াহ মামলার দায় থেকে মুক্তি দিয়ে অনন্তসহ অন্যদের খালাস প্রদান করেন। 

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এটা ছিল ভুল বোঝাবুঝি। দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান হয়ে গেছে।’ এদিকে কাজের সূত্রে অনন্তকে আগামীতে দেখা যাবে ‘নেত্রী : দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায়। নেত্রী : দ্য লিডার সিনেমার কাজ প্রায় আশি ভাগ শেষ হয়েছে। শিগগিরই বাকি অংশের শুটিং শেষ করে মুক্তি দেবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন দাক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম