Logo
Logo
×

বিনোদন

‘সুন্দর বেডরুম বানিয়ে লাভ কী, যদি টয়লেট নোংরা থাকে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

‘সুন্দর বেডরুম বানিয়ে লাভ কী, যদি টয়লেট নোংরা থাকে’

দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিম। দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এই অভিনেত্রী। অপি করিম বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর থেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি দ্যুতি ছড়িয়েছেন অভিনয়েও। 

অপি করিম বলেছেন- শিক্ষক তো তাই বেশি কথা বলি। বিশ্ব টয়লেট দিবসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, এখানে আমি এক মিনিটের বেশি কথা বলতে পারব না। যেহেতু আমার অনেক ডিসিপ্লিন তাই আমি একেকটা ডিসিপ্লিন নিয়ে এক মিনিট করে তিন মিনিট কথা বলব।

সম্প্রতি বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’-স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়। বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এ ঘোষণা দিয়েছেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান।

এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপি করিম। সেখানে তিনি শুটিং হাউজগুলোর খারাপ অবস্থা তুলে ধরেন। 

অপি বলেন, প্রথমে আসি যে এখানে আমার সব কলিগ আছেন। আর্টিস্ট হিসেবে বলতে চাই, সবাই তো দূর-দূরান্তের কথা বলেছে, বান্দরবানের মাথার চূড়ার উপরের কথা বলছে। 

তিনি বলেন, আমরা যখন কাজ করেছি, সকাল বেলায় বাসা থেকে ওয়াশরুমে যেতাম এবং রাতের বেলায় বাসায় ফিরে এসে ওয়াশরুম ব্যবহার করতাম। শুটিং হাউজগুলোর অবস্থা খুব খারাপ, আমি অনুরোধ করব টাইলক্সকে এ বিষয়টা দেখবেন।

অপি করিম বলেন, বিশ্ব টয়লেট দিবসে এখানের প্রতিপাদ্য বিষয়টা খুব ভালো। আমি যেহেতু শিক্ষকতা করি- বিল্ডিং ডিজাইন হোক আর যা কিছুই হোক না কেন আমরা প্রথমে যেটা শিখাতে চাই- কিচেন এবং টয়লেটের বিষয়। বিশেষভাবে টয়লেট, কারণ একটা সুন্দর বেডরুম বানালাম সুইচ টিপলে লাইট জ্বলে, গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজেনিকের বিষয়টা আসে টয়লেট থেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম