Logo
Logo
×

ঢালিউড

অনন্য মামুনের ছবি নিষিদ্ধ ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:৪০ পিএম

অনন্য মামুনের ছবি নিষিদ্ধ ঘোষণা

ঢালিউড পরিচালক অনন্য মামুনের সিনেমা ‘মেকআপ’ আবারও প্রদর্শনীর অযোগ্য বলে বাতিল করা হয়েছে। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এ ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে এর আগেও সেন্সর বোর্ড থেকে 'মেকআপ' ছবিটি সেন্সর বাতিল করা হয়েছিল। সেখানে ছবিটি নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়, সিনেমা ইন্ডাস্ট্রির মানুষকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। এবার সিনেমাটি প্রদর্শন অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল আবেদনের নিয়মসংক্রান্ত কারণে এর প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সিনেমা জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা 'মেকআপ'। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম