Logo
Logo
×

ঢালিউড

ফেরদৌস ও মাহিকে নিয়ে যা বললেন বাপ্পী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ এএম

ফেরদৌস ও মাহিকে নিয়ে যা বললেন বাপ্পী

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ওই আসনের ভোটার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে উপস্থিত থেকে ভোট দিয়েছেন বাপ্পী। 

নারায়ণগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দিয়ে বাপ্পী বলেন, ‘আগামীতে আমি রাজনীতিতে আসব।’

তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা আছে রাজনীতিতে। আমাদের ফিল্মের ফেরদৌস ভাই, মাহিয়া মাহিরা নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য আমাদের এ অঙ্গন আলোকিত হচ্ছে। তাই আমারও ইচ্ছা আছে রাজনীতিতে আসার। এক্ষেত্রে দর্শকরা আমাকে কতটা সাপোর্ট করে সেটা দেখার বিষয়। ফেরদৌস ভাই বা মাহি যদি নির্বাচিত হন তাহলে সিনেমার মানুষ হিসেবে তাদের কাছে গেলে নিশ্চয়ই উপকার পাব। তারা পাশ করুন এটাই চাই।’

বাপ্পী আরও বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ঢাকা থেকে এখানে ভোট দিতে এসে রাস্তায় কোনো ঝামেলা হয়নি। আমি যাকে ভোট দিয়েছি আশা করি সে এবারো জয়ী হবে। আমি বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীক ক্ষমতায় আসবে। তাহলে প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি এদিক থেকে আমরা বেশি দূরে নেই। এশিয়ার মধ্যে আমরা অনেক এগিয়ে আছি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম