ভিকি জাহেদের এক ছবিতেই রোমান্স ড্রামা ট্র্যাজেডি কমেডি ও বিজ্ঞান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম
ফাইল ছবি
ভিকি জাহেদ তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা। এবার তিনি নিয়ে আসছেন ‘আমি কী তুমি’। তার নির্মাণ মানেই রহস্যে ঘেরা- যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’ছবিতে। রোববার প্রকাশ পায় ছবিটির রহস্যময় ট্রেলার।
ছবির বিষয়ে ভিকি বলেছেন, দর্শক রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি-বিজ্ঞান অনেক কিছুর স্বাদ পাবেন এই ছবিতে।
ভিকি মানেই যেন রহস্য আর ভয়ংকর ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এমন করে এই বাংলায় আর কেউ ধারাবাহিক থ্রিলার বুনতে পারেনি পর্দায়। যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’ছবিতে।
ভিকির এবারের গল্পের নাম ‘আমি কী তুমি?’। ১৪ জুলাই যার পোস্টার প্রকাশ পেয়েছিল। মূলত রহস্যটা দানাবাঁধে তখন থেকেই।
রোববার ছবিটির তিন মিনিটের শ্বাসরুদ্ধকর ট্রেলার প্রকাশ পায়। ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য নির্মিত ভিকির এই সিরিজের অন্যতম চরিত্র মেহজাবীন চৌধুরী। তাকে ছাড়াও রয়েছেন- শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, মৌ, ইন্তেখাব দিনার প্রমুখ।
ভিকি বলেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজ বেশি দেখা গেছে। এবার একটু ভিন্নপথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি-বিজ্ঞান অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’
জানা গেছে, সাত পর্বের ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে ২৭ জুলাই। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর আগে ভিকির নির্মাণে আলোচিত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন।