আমরা এখন হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করছি: নিপুণ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৫:২১ পিএম
![আমরা এখন হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করছি: নিপুণ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/23/image-699209-1690111300.jpg)
ফাইল ছবি
বাংলা ছবি হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। ‘প্রহেলিকা’সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’ ঈদুল আজহায় মুক্তি পায়। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির বিশেষ শো। শোবিজ তারকাদের নিয়ে সিনেমাটি দেখেছেন মাহফুজ-বুবলীরা।
নিপুণ বলেন, ‘যখন হিন্দি সিনেমা আসছিল তখন হল মালিকরা কিন্তু আমাদের সঙ্গে একটা কন্ডিশনে ছিলেন। হিন্দি ছবি এসেছে, চলেছে। আমাদের বাংলা সিনেমাও দর্শক দেখছে। আমি ঢাকার বাইরে শুটিংয়ে ছিলাম, সেখানে দেখলাম আমাদের ঈদের সিনেমাগুলো রান করেছে।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমরা এখন হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করছি। হলিউডের সিনেমার শো কমিয়ে আমাদের বাংলা সিনেমার শো বাড়ানো হয়েছে। যেখানে আমরা হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারছি সেখানে হিন্দি সিনেমা বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না। এটা আমার বিশ্বাস।’