![প্রধানমন্ত্রীর যে সবুজ সংকেত আশা করেন ফেরদৌস](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/06/04/image-682433-1685885656.jpg)
ফাইল ছবি
ঢালিউডের জনপ্রিয় তারকা ফেরদৌস আহমেদ। বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে দুই বাংলাতে কাজ শুরু করেন তিনি। অভিনেতা হলেও তাকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যায়। এবার নিজেই নির্বাচন করতে চান।
প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুর পর তার আসনটি (ঢাকা-১৭) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে, ফারুকের আসন থেকেই জাতীয় সংসদের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। দু-তিন দিন পর হয়তো বলা যাবে। কারণ এখন অবধি বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাইনি। তবে নির্বাচন করি বা না করি আমি তো দলের সঙ্গে সব সময়ই আছি। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। এটুকু বলব, নির্বাচনের জন্য আমি প্রস্তুত। প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করব।’