অভিনেতা জায়েদ খান এবং নিপুণ আক্তার। ফাইল ছবি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর বসবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে ২১ সদস্যের সাংস্কৃতিক উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ওই অনুষ্ঠানে নিপুণ আক্তারের নাচ পরিবেশন করার কথা রয়েছে। পুরস্কার দেওয়ার পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক উপকমিটির পরিকল্পনা অনুযায়ী সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে এখন ব্যস্ত শিল্পীরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
বিটিভির মহাপরিচালক (অতিরিক্ত) ড. সৈয়দা তাসমিনা আহমেদ বলেছেন, প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
জানা যায়, অনুষ্ঠানে নিপুণ আক্তারের নাচ পরিবেশন করার কথা রয়েছে। এছাড়াও থাকছে অপু বিশ্বাস, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খানের পরিবেশনা। ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে', 'জীবনের গল্প আছে বাকি অল্প', পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি'সহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন তারা।
এ আয়োজনের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। আজ ২৮ ফেব্রুয়ারি থেকে নিকেতনে শুরু হবে শিল্পীদের অনুশীলন। কিছুদিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে চূড়ান্ত মহড়া।
পুরস্কার প্রদান আসরে গাইবেন মমতাজ বেগম, পার্থ বড়ূয়া, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ূয়া। এ আয়োজন উপস্থাপনা করবেন ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।