Logo
Logo
×

অপরাধ

রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁসের মূলহোতাসহ গ্রেফতার ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁসের মূলহোতাসহ গ্রেফতার ২

রাজধানীর গেন্ডারিয়ায় ফজলুল হক মহিলা কলেজে রেলওয়ে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে অসৎ উপায় অবলম্বন করা দুইজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।

শুক্রবার গেন্ডারিয়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গ্রেফতাররা হলেন- রংপুরের পীরগাছার মো. আবু জাফর সরকারের ছেলে প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা মো. রাশেদুল আলম (৪০) ও তার সহযোগী গাইবান্ধার সাঘাটা থানার ভরত খালী গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)।

পুলিশ জানায়, রেলওয়ের ওই নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় সাইবার নিরাপত্তা আইনে গত ২৪ ফেব্রুয়ারি গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়।এই মামলার এজাহারভুক্ত আসামি রাশেদুল আলম।এ সময় তার কাছ থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকেও আরেকটি একই রকমের ডিভাইস উদ্ধার করা হয় এবং তার মোবাইল থেকে ‘AAAA’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া যায়। গ্রুপের সদস্য সংখ্যা ৭ জন। গ্রুপটির অ্যাডমিন রাশেদুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেন্ডারিয়া থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মনজুরুল হাসান মাসুদ, এসআই মো. তৌফিক আনাম, এএসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মতিঝিল দিলকুশা এলাকা থেকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা রাশেদুল আলমকে গ্রেফতার করে।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।আজ (২৮ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম