Logo
Logo
×

অপরাধ

জাল ছাড়পত্রে ১৩ জনের বিদেশে যাওয়ার চেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

জাল ছাড়পত্রে ১৩ জনের বিদেশে যাওয়ার চেষ্টা

ফাইল ছবি

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জাল ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে ১৩ বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জাল ছাড়পত্র নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ জন লেবানন ও একজন আলবেনিয়া যাওয়ার চেষ্টা করেন।

গতকাল (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিমানবন্দর থানায় ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক প্রবীর দত্ত বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, এ ঘটনায় সোমবার (৫ ফেব্রুয়ারি) একটি মামলা করার পর তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলায় ১৩ আসামির মধ্যে আলবেনিয়া যাওয়ার চেষ্টা করছিলেন মো. শহিদুল হক।আর লেবানন যাওয়ার চেষ্টা করেন তৌহিদুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান, সবুজ শেখ, মো. শাহান মিয়া, হৃদয় মিয়া, আকবাল হোসেন, মো. আতিকুর রহমান, কামাল হোসেন ও রাজিব ফকির। 

এজাহারে বলা হয়, গত ১৪ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে এয়ার এরাবিয়ার ফ্লাইটে ১২ জন বাংলাদেশি কর্মী লেবানন এবং টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১ জন আলবেনিয়া যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের বহিঃগমন ছাড়পত্র জাল সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রবাসীকল্যাণ ডেস্কে পাঠায়। পরে প্রবাসীকল্যাণ ডেস্ক বিএমইটির সার্ভার যাচাই করে জাল ছাড়পত্র নিশ্চিত হয়। এরপর ১৩ জন কর্মীর জব্দ করা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে বিএমইটিতে পাঠানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম