Logo
Logo
×

জাতীয়

ডিবি হারুনের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

ডিবি হারুনের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের ভাই ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহরিয়ারের দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করেছেন এবং হারুন অর রশীদ পুলিশের ক্ষমতার অপব্যবহার তাকে অপরাধে প্রত্যক্ষ সহায়তা করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম