Logo
Logo
×

জাতীয়

সুন্দরবনের ডাকাত আসাবুর সহযোগীসহ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

সুন্দরবনের ডাকাত আসাবুর সহযোগীসহ গ্রেফতার

ছবি: সংগৃহীত

সুন্দরবনসংলগ্ন মোংলার ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে সহযোগীসহ ‘কুখ্যাত’ ডাকাত আসাবুরকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড (বিসিজি)। তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন খুলনার দাকোপ থানাধীন সুতারখালী গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরবাড়ি ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)। এ সময় মোস্ট ওয়ান্টেড এবং আসাবুর বাহিনীর প্রধান ডাকাত আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে গ্রেফতার করা হয়। 

মুনিফ তকি আরও বলেন, আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি অবৈধ অস্ত্র মামলা ও দুটি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদেরকে দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম