Logo
Logo
×

জাতীয়

ছাত্র আন্দোলনে হামলাসহ নানা অভিযোগে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:০৬ এএম

ছাত্র আন্দোলনে হামলাসহ নানা অভিযোগে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২৫

প্রতীকী ছবি

ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, চাঁদাবাজি, মাদক মামলাসহ নানা অভিযোগে বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার তাদের গ্রেফতার করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :

মধুখালীতে পৌরসভার সাবেক কাউন্সিলর এসএস আলমগীর হোসেনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন হলেন মো. আয়নাল হক বাবুর্চি। তাদের বিরুদ্ধে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

ভৈরবে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে র‌্যাবের হাতেই তিনজন আটক হয়েছে। শহরের কালীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আরিফুল হাসান, রাকিব আহমেদ ইশান ও মো. নাসির মিয়া।

অভয়নগরে অস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন-একতারপুর গ্রামের মো. নুরুজ্জামান রিপন ও নওয়াপাড়া পৌরসভার তালতলা এলাকার এনামুল হাসান ইমন।

মেহেন্দিগঞ্জে দক্ষিণ উলানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হালিম চৌধুরী এবং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা রয়েছে।

বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়েছে।

নাজিরপুরে বিস্ফোরক মামলায় শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. আরিফুর রহমান সবুজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে।

কোটালীপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বিএনপি নেতা নিরাঞ্জন ওঝাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলেন-পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা ও তারাশী গ্রামের মস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ।

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ নূর মোহাম্মদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নূর মোহাম্মদ দাউদকান্দি উপজেলার চারিপাড়া গ্রামের মৃত মোফাজ্জল আলীর ছেলে।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানোর অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম পৌরসভার সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

বাকেরগঞ্জে বিএনপির মামলায় শ্রমিক লীগ সভাপতি কালাম ডাকুয়াসহ তিনজনকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতার বাকি দুজন হলেন ভরপাশা গ্রামের রাজু ও সভাকাঠি গ্রামের জাকির মাঝি। দুজনই শ্রমিক লীগ নেতা।

সোনাগাজী উপজেলার ৬নং চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিজয় হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বিজয় মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র মাহবুবুল হাসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

ভোলায় ৪টি দেশীয় অস্ত্রসহ মো. সুজন নামে স্থানীয় বিএনপির এক নেতাকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অপারেশন টিম।

সাদুল্লাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। নারী ও শিশু নির্যাতন মামলায় জাহিদুল সাজাপ্রাপ্ত।

বোয়ালমারীতে মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম