মোহাম্মদপুরে যৌথ অভিযানে গ্রেফতার ২২
অপরাধীর মদদদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা: তেজগাঁও ডিসি
যুগান্তর প্রতিবেদন ও মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:৪৯ এএম
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও পুলিশ সদস্যরা ওই অভিযান পরিচালনা করে।
এদিকে গ্রেফতারদের নেপথ্যে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির খান।
তিনি বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং একটি অভিশপ্ত কালচার। তবে কিশোর গ্যাং এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তার পরেও তাদের অস্তিত্ব ফেরাতে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক মদদদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে দিনরাত কাজ করছে।
তিনি আরও বলেন, সম্প্রতি জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডগুলো মূলত মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঘটেছে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে ইতোমধ্যে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত অর্ধশতাধিককে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, আমরা পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে চেকপোস্ট বসিয়ে কাজ করছি। ইতোমধ্যে অনেক অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছি। রাজধানীর মোহাম্মদপুর থানায় আয়োজিত ‘মোহাম্মদপুর থানা এলাকায় চলমান অভিযানে উদ্ধার ও গ্রেফতার’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সোমবার এসব কথা বলেন তেজগাঁও ডিসি। এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও এডিসি মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার প্রমুখ।
আইএসপিআর জানায়, জেনেভা ক্যাম্প মাদকচক্রের দুজন শীর্ষ কারবারি, ১০ ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ দুষ্কৃতকারীকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে রয়েছে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম ব্যাপারী সেলিম, দুর্র্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগর। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।