Logo
Logo
×

অপরাধ

পুলিশ পরিচয়ে বিদেশগামীদের আটকে সব ছিনিয়ে নিত তারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম

পুলিশ পরিচয়ে বিদেশগামীদের আটকে সব ছিনিয়ে নিত তারা

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. রাজু (৫২) ও নাজমুল (৫০)। 

বুধববার সকালে বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিদেশগামী যাত্রীদের আটকে অর্থসহ সবকিছু হাতিয়ে নিতো। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, রাজু ও নাজমুল দুজনেই পেশাদার ছিনতাইকারী। তারা বিদেশগামী নিম্নবিত্ত যাত্রীদের টার্গেট করতেন। এসব মানুষ সাধারণত সহজ-সরল হয়ে থাকেন। তাই তারা আসার সঙ্গে সঙ্গেই প্রথমে তাদেরকে পুলিশ পরিচয়ে পথরোধ করেন রাজু ও নাজমুল। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেন। 

ওসি জানান, বুধবার সকালে আলআমিন নামের একজন সৌদি আরবগামী ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলেন রাজু ও নাজমুল। পরে তার কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন তারা। এ সময় আলআমিন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, তাদের দুজনের বিরুদ্ধেই মামলা রয়েছে। রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম