Logo
Logo
×

অপরাধ

পলাতক ছিলেন ৯ বছর, হিজবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:৪৪ পিএম

পলাতক ছিলেন ৯ বছর, হিজবুত তাহরীরের শীর্ষ নেতা শাকির গ্রেফতার

প্রতীকী ছবি

নয় বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা মো. শাকির খানের (৪২)। 

রাজধানীর কাফরুল এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। তিনি সংগঠনটির দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, শাকির দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছদ্মবেশে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে শাকিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে। তিনি আদাবর থানার এক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

র‌্যাব জানায়, শাকির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে হিজবুত তাহরীর বাংলাদেশ শাখার আমির ও হিজবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র এবং সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে আসছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম