
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
জিম্বাবুয়েকে সমীহ মিরাজের, তরুণদের সুযোগ নেওয়ার তাগিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
প্রায় ছয় মাস পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিকরা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় দল বলে কিছু নেই।
রোববার ঢাকা লিগের ম্যাচে মোহামেডানকে জিতিয়ে মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’
জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন দাস। এ সময়ে তিনি খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। মিরাজ বলেন, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে এই সিরিজে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট ম্যাচ জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। ঘরের মাঠে তাই নতুনদের সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়রা ইতোমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে। যারা আছে তাদের পারফর্ম করতে হবে।’