
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
বুমরাহ কোন ম্যাচ দিয়ে ফিরতে প্রস্তুত, জানাল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম

জাসপ্রিত বুমরাহ
আরও পড়ুন
মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিমের রিপোর্ট সন্তোষজনক। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সারিয়ে ফেরা বুমরাহের মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।
বুমরাহর যোগদানের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। সোমবার (৭ এপ্রিল) বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। দলটির কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, বুমরাহ অনুশীলন করছেন এবং বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের জন্য এই পেসার প্রস্তুত।
তবে বিসিসিআই অবশ্য বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে। তার ওপর আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষকে। দেখতে হবে পেস বোলারের কোনো সমস্যা হচ্ছে কি না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার আইপিএল দিয়ে মাঠে ফিরতে চলেছেন ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন