Logo
Logo
×

খেলা

লাহোরে বৃষ্টি বাগড়া দিলে কারা যাবে ফাইনালে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:১০ এএম

লাহোরে বৃষ্টি বাগড়া দিলে কারা যাবে ফাইনালে

ছবি: সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বসছে দুবাইয়ের টিকিট খোঁজার লড়াই। আজ বিকাল ৩টায় পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে প্রত্যয়ী নিউজিল্যান্ড। যারা জিতবে তারাই পাবে ৯ মার্চের টিকিট। তবে ট্রফির মিশনে লাহোরে যদি বেরসিক বৃষ্টি বাগড়া দেয়, তবে কি হবে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ পণ্ড করেছে বৃষ্টি। বেরসিক আবহাওয়ার বাগড়ায় রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচ ও লাহোরে বসেনি একটি ম্যাচ। তাছাড়া পাকিস্তানের মাঠগুলো খুব দ্রুত খেলার জন্য প্রস্তুত করতে পারে না। তাই শঙ্কা থেকেই যাচ্ছে।

বৃষ্টিতে ভেসেই গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য আশার কথাই বলছে। বুধবার লাহোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার হলে কি হবে? আইসিসি সেই বিষয়টি মাথায় রেখেই একদিন রিজার্ভ ডে অর্থাৎ অতিরিক্ত দিন রেখেছে। আজ যদি কোনো কারণে ম্যাচটি না বসে, তবে সেটি গড়াবে ৬ মার্চ। একই মাঠে।

যদি বৃষ্টির জন্য বা কোনো কারণে সেদিনও ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব না হয় তখন আসবে অন্য সমীকরণ। দুই দিনই ম্যাচ ভেস্তে গেলে গ্রুপ পর্বে যে দল শীর্ষে ছিল তারা যাবে ফাইনালে। 

ট্রফির মিশনে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হার দেখে কিউইরা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আসে সেমিতে। এমন অবস্থায় পড়লে ব্ল্যাক ক্যাপসদের গোটাতে হবে তল্পিতল্পা। ৯ মার্চে দুবাইয়ে তখন ভারতের শিরোপার প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম