Logo
Logo
×

খেলা

অঘটনের দিনে আবাহনীর পর পা হড়কাল মোহামেডানও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

অঘটনের দিনে আবাহনীর পর পা হড়কাল মোহামেডানও

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অন্যতম ফেবারিট আবাহনীকে হারিয়ে বড় চমক দেখিয়েছে অগ্রণী ব্যাংক। অঘটনের সে ধারায় এবার ডিপিএলের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে মোহামেডান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৮ রান তোলে গুলশান। এরপর মোহামেডানকে ১৯১ রানে গুটিয়ে দিয়ে দাপুটে জয় নিশ্চিত করেছে তারা

গুলশানের পক্ষে অধিনায়ক ইফতিখার হোসেন ইফতি সামনে থেকে লড়াই করেছেন। ব্যাট হাতে ১০৮ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

২৯৯ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে মোহামেডান। দলের তারকা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল ২২ রান করে বিদায় নেন। ওয়ান ডাউনে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ রান করলেও সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি।

দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন আরিফুল হক, কিন্তু তার ইনিংসও যথেষ্ট হয়নি মোহামেডানের ভরাডুবি আটকাতে। তার বিদায়ের পর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গুলশান। ওপেনার আজিজুল হাকিম তামিম (৪) ও খালিদ হাসান (৮) দ্রুত ফিরে যান। কিন্তু এরপরই দলের হাল ধরেন জাওয়াদ ও ইফতি।

৮৬ বলে ৭৫ রান করে বিদায় নেন জাওয়াদ। আর ইফতি খেলেন ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রানের অনবদ্য এক ইনিংস। দলটির পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে হাবিবুর শায়েখ মুন্নার ব্যাটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম