Logo
Logo
×

খেলা

ভারত শিবিরে খারাপ খবর, দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:২৭ এএম

ভারত শিবিরে খারাপ খবর, দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই পেস বোলিং কোচ হারায় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ফেরেন মর্নে মরকেল। তবে সেমিফাইনালে নামার আগে রোহিত শর্মার দলে আবারও ধাক্কা। এবার টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটি হারিয়েছে টিম ম্যানেজারকে।

ট্রফির মিশনে আসা ভারত এখন মোটে দুধাপ ‍দূরে। সেমিফাইনালে তারা লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরআগে গ্রুপসেরা হতে ভারত কুপোকাত করে নিউজিল্যান্ডকেও। সেই ম্যাচ চলাকালে গতকাল দুবাইয়ে খারাপ খবরটি শোনেন দলের ম্যানেজার আর দেবরাজ। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বরাতে এই খবর জানিয়েছে ভারতের একাধিক পত্রিকা।

হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সচিব দেবরাজের মা, কমলেশ্বরী দেবী মারা গিয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা করি।’ দেবরাজ হায়দ্রবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচীব।

মাতৃ বিয়োগের খবর শোনার পর দেবরাজকে ছুটি দিয়েছে বিসিসিআই। তবে তিনি কবে নাগাদ দলের সঙ্গে আবার যোগ দেবেন বা তার জায়গায় এই মুহূর্তে কে কাজ করবেন, তা জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম