Logo
Logo
×

খেলা

ভয় পাচ্ছিলেন বরুণ, পরে যেভাবে করেন বাজিমাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম

ভয় পাচ্ছিলেন বরুণ, পরে যেভাবে করেন বাজিমাত

ছবি: সংগৃহীত

শঙ্কা জেগেছিল বরুণ চক্রবর্তীর মনে। স্কোরবোর্ডে রানও ছিল কম। তবে শক্তি হারাননি। বরুণের ঘূর্ণিতে দুবাইতে গতকাল কুপোকাত হয় নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শীর্ষে ওঠানোর পর বরুণ বলেছেন, কিউইরা ভয় ধরিয়েছিলেন।

টেনেটুনে এদিন ভারত আনে ২৪৯ রান। সেই ছোট পুঁজিতেও দলকে পথ হারাতে দেননি বরুণ। ১০ ওভারে ৪২ রান খরচায় নেন ৫ উইকেট। যা ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয়। স্টুয়ার্ট বিনির পর তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ক্যারিয়ারে এতদ্রুত ফাইফার পেয়েছেন।

বরুণ এদিন ফিরিয়েছেন তিন টপ অর্ডার ও দুই লোয়ার অর্ডার। উইল ইয়াংকে ফেরানোর পর মাঝের দিকে গ্লেন ফিলিপস ও মিচেল ব্রাসওয়েলকে প্যাভিলয়েনের পথ দেখান। তাতেই কম রানের ম্যাচও জমে ওঠে। বরুণই টানেন সমাধান। শেষদিকে এক ওভারে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে হারিয়ে ম্যাচও দখলে নেন। জয়ের পর দিনের সেরা বরুণ অকপটে জানিয়েছেন, কিউইদের বিপক্ষে শুরুতে বেশ নার্ভাস ছিলেন। তারপর তিন তারকার জাদুমন্ত্রেই জ্বলে ওঠেন।

বরুণ বলেছেন, ‘২০২১ সালে দুবাইতে টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। এবার দল ভালো খেলছে বলে দারুণ লাগছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে নার্ভাস ছিলাম। পুরনো পারফরম্যান্সের কথা মাথায় ঘুরছিল। বিরাট কোহলি ভাই, হার্দিক পাণ্ডিয়া ভাই আর রোহিত শর্মা ভাই আমায় শান্ত থাকতে সাহায্য করেছিল।’

টুর্নামেন্টে ভারত পৌঁছে গেছে সেমিফাইনালে। গ্রুপ এ থেকে রোহিত শর্মাদের সঙ্গী হয়েছে কিউইরা। বি গ্রুপ থেকে শেষ চারে এসেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ‍মুখোমুখি হবে ভারত। ফাইনালের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ট্রফির মিশন শেষ হবে ৯ মার্চ।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম