Logo
Logo
×

ক্রিকেট

ফিক্সিং ইস্যুতে টালমাটাল বিপিএল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিক্সিং ইস্যুতে টালমাটাল বিপিএল

ছবি: সংগৃহীত

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা নিয়ে বিতর্কের মধ্যেই এখন ফিক্সিং ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট। একটি গণমাধ্যম সন্দেহজনক ১০ ক্রিকেটারের তালিকা প্রকাশ করায় হইচই পড়ে গেছে। একজন ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে, কোনো প্রমাণ ছাড়া এমন খবর প্রকাশিত হওয়ায় অপমানিত বোধ করছেন ক্রিকেটাররা। স্পট ফিক্সিং নিয়ে সন্দেহ থাকলেও বিসিবির অ্যান্ট্রি করাপশন ইউনিট (আকসু) এখনো কিছু প্রকাশ করেনি। ক্রিকেটাররা মানহানির মামলা করার কথা ভাবছেন। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফিক্সিং নিয়ে বলেছেন, ‘এনএসসি থেকে সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করার জন্য বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে।’

কোনো অভিযোগের তদন্ত চলার সময় সে বিষয়ে তথ্য প্রকাশ করার নিয়ম নেই আকসুর। দুর্বার রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো মিথ্যা খবরে অপমানিত বোধ করছেন এই ক্রিকেটার। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনামুলকে নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশও (কোয়াব) জানিয়েছে, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চায় তারা; কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো ক্রিকেটারের নাম আসা পারিবারিক, সামাজিক ও ক্রিকেট ক্যারিয়ারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপমানজনক।

এবারের বিপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল বলেন, ‘অভিযোগ মিথ্যা। এমন কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আমি বিব্রত, কষ্ট পাচ্ছি। এতদিন ধরে সম্মানের সঙ্গে খেলে আসছি, সামনে আরও অনেক সময় পড়ে আছে। বাংলাদেশ দলকে বারবার প্রতিনিধিত্ব করতে চাই। তা না হলে পরিশ্রমের দরকার কী? এনসিএল, বিপিএল, প্রিমিয়ার লিগ জান-প্রাণ দিয়ে খেলে যদি এ ধরনের কথা শুনতে হয়, কষ্ট তো লাগবেই।’

চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নাম আসায় তিনিও অপমানিত বোধ করছেন। তিনি বলেন, ‘একটা নিউজের কারণে আমার সম্মানহানি হচ্ছে। আমার যে ১৫ বছরের সম্মান, তা নষ্ট হচ্ছে। আপনি ভিউয়ের জন্য নিউজ করে যদি ৫০ হাজার টাকা আয় করেন, সেটা আমার কাছে ৫০ কোটি টাকার থেকেও বেশি। আমার সম্মান নিয়ে কেউ খেললে এ নিয়ে আমি ছাড় দেব না।’

বিসিবি জানিয়েছে, বিপিএলে স্পট-ফিক্সিংয়ের কারণে এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানা নেই তাদের। বিবৃতিতে বলা হয়েছে, আকসুকে তদন্তের কাজে সহযোগিতার জন্য বিসিবির পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম