Logo
Logo
×

খেলা

‘লজ্জা করে না’, বাবরের অপমান সইতে পারলেন না ইমাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

‘লজ্জা করে না’, বাবরের অপমান সইতে পারলেন না ইমাম

সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। অধিনায়কত্ব হারিয়েছেন। ব্যাট হাতেও আগের মতো রান নেই। এই অবস্থায় সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাবরকে। সবশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েও ভক্তদের রোষানলে পড়েছেন। বাবরকে কটাক্ষের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সহ্য হয়নি তারকা ওপেনার ইমাম-উল-হকের। দুঃসময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সিডনিতে দ্বিতীয় ম্যাচে গ্যালারিতে খেলা দেখতে আসা সমর্থকদের রোষানলে পড়েন বাবর। বাউন্ডারি লাইনে বাবরকে পেয়ে কয়েকজন দর্শক বাবরকে নিয়ে কটূক্তি করেছেন।

ওই ভিডিওতে বাবরকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘ওই ওই, লজ্জা করে না আপনার। আপনি টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার যোগ্যও নন। লাহোরে ফিরে যান।’ এসময় বাবরকেও দেখা গেছে দর্শকের দিকে ঘুরে তাকাতে। তবে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।

দর্শকদের এমন আচরণে ক্ষুব্ধ ইমাম-উল-হক। ভিডিওটি শেয়ার করে ইমাম লিখেছেন, ‘সমর্থনের বদলে উপহাস করা হচ্ছে, একটি জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আপনি এখনও একজন চ্যাম্পিয়ন, বস।’

অস্ট্রেলিয়ায় ২২ বছর পর ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। যেই হারেও অনেকে বাবর আজমে দায়ী করেছেন। কেননা, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বাবর। ওই সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। যেই সিরিজে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে বাবরকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম