অধিনায়ক ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত
অধিনায়ক ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলে অস্ট্রেলিয়ার নির্বাচক দল।
নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এবারের আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম। সেই সিরিজ শুরুর ২০ দিন আগেই ১৪ অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এবার টি–টোয়েন্টি সিরিজেরও দল ঘোষণা করল জর্জ বেইলির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। অস্ট্রেলিয়ার এই দলকে দ্বিতীয় সারির বলাই যায়। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের কেউই যে নেই!
মার্শ ও হেড পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করানোর পর গ্রিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আর এই সিরিজ শেষেই ভারতের বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফি থাকায় বিশ্রামে থাকবেন কামিন্স–স্টার্করা।
১৩ সদস্যের টি–টোয়েন্টি স্কোয়াডে গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পাদের মতো অভিজ্ঞরা থাকলেও এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি সিএ। টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে অনেক দিন হলো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কামিন্স। টি–টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছিল মার্শকে। তার অনুপস্থিতিতে হেডও এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজে তাদের কেউ না থাকায় সিএকে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে।
চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় দলে ফিরছেন তিন পেসার—জাভিয়ের বার্টলেট, স্পেন্সার জনসন ও নাথান এলিস। এ ব্যাপারে প্রধান নির্বাচক বেইলি বলেন, ‘এটি তাদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর আরেকটি সুযোগ, যেমনটি তারা অতীতেও করেছে।’
সিএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, উইকেটকিপার–ব্যাটসম্যান জশ ইংলিস, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অথবা টপ অর্ডার ব্যাটসম্যান ম্যাথু শর্টকে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের অধিনায়ক করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অধিনায়ক হিসেবে ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নামও বলছে। তবে ইংলিস, জাম্পা, শর্ট কিংবা ম্যাক্সওয়েলের যিনিই নেতৃত্ব পান, টি–টোয়েন্টিতে তিনি হবেন অস্ট্রেলিয়ার নতুন (১৪তম) অধিনায়ক।
ম্যাক্সওয়েল ও শর্টের অবশ্য ঘরোয়া পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। বিগ ব্যাগ লিগ ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন স্টার্সকে কয়েক মৌসুম ধরে নেতৃত্ব দিয়ে আসছেন ম্যাক্সওয়েল। গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন শর্ট।
শুধু একাধিক তারকা খেলোয়াড়কেই নয়, কোচিং স্টাফের তিনজনকেও পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতো এবং সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি সেই সময় বোর্ডার–গাভাস্কার ট্রফির জন্য দলকে প্রস্তুত করতে ব্যস্ত থাকবেন।
তাই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। বোরোভেচের সহকারী হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ব্র্যাড হজ ও নিউজিল্যান্ডের সাবেক পেসার হ্যামিশ বেনেটকে।
অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড
শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।