Logo
Logo
×

খেলা

সাকিব-রোহিতের বিশ্ব রেকর্ডে সঙ্গী আরও ৬ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম

সাকিব-রোহিতের বিশ্ব রেকর্ডে সঙ্গী আরও ৬ ক্রিকেটার

সাকিব আল হাসান ও রোহিত শর্মা/সংগৃহীত

২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব টুর্নামেন্টে খেলে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান ও রোহিত শর্মা। এবার তাদের সে রেকর্ডে ভাগ বসালেন আরও ৬ ক্রিকেটার।

আরব আমিরাতে নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতেই ছয়জন নারী ক্রিকেটার এই কীর্তির অংশ হয়েছেন। তারা হলেন, ভারতের হারমানপ্রীত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেটস, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর এবং অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি।

এই ছয় ক্রিকেটারের সবাই এখন পর্যন্ত ৯ নারী বিশ্বকাপের সবকটিতেই অংশ নিয়েছেন। সাকিব ও রোহিতও সমান নয়টি করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। যদিও এবারের বিশ্বকাপের মূল আয়োজক বাংলাদেশ, তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘নিরাপত্তা’ শঙ্কার অজুহাত দেখিয়ে টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও আসরের অফিসিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশ-ই থাকছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম