Logo
Logo
×

ক্রিকেট

আইসিসির মাসসেরায় লঙ্কানদের জয়জয়কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

আইসিসির মাসসেরায় লঙ্কানদের জয়জয়কার

দ্বিতীয়বারের মতো একই মাসে এক দেশের দুজন আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন। পুরুষদের বিভাগে দুনিথ ভেল্লালাগে এবং নারী বিভাগে এ সম্মান জিতেছেন হারশিতা মাদাভি। গত জুনে ভারত পুরুষ দলের জাসপ্রিত বুমরা ও নারী দলের স্মৃতি মান্ধানা মাসসেরা হয়েছিলেন।

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক দুনিত ভেল্লালাগে জিতলেন আইসিসির আগস্ট মাসসেরার পুরস্কার। পুরুষ ক্যাটাগরির এই পুরস্কার জিততে এই লঙ্কান অলরাউন্ডার হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ ও ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে। আইসিসির মাসসেরার পুরস্কার জেতা পঞ্চম লঙ্কান পুরুষ ক্রিকেটার তিনি।

তৃতীয় লঙ্কান নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জেতা হারশিতা গত মাসে আয়ারল্যান্ডে ১-১ ব্যবধানে শেষ হওয়া টি-২০ সিরিজে ১৫১ রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন। ২-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে তিনি করেন ১৭২ রান, যা সিরিজ সর্বোচ্চ।

আইসিসি শ্রীলঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম