ভারতকেও কি হারাবে বাংলাদেশ? যা বললেন সৌরভ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
সৌরভ গাঙ্গুলী
সদ্য শেষ হওয়া সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল। গত ২৪ বছর পর পাকিস্তানকে টেস্টে প্রথম হারানোর পাশাপাশি দুই ম্যাচের সিরিজেও পরাজিত করে টাইগাররা।
পাকিস্তানের মাঠে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে বাবর আজমদের হারানো সহজ ব্যাপার নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। ভারত সিরিজে বাংলাদেশের জয়ের কোনও সম্ভাবনা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।’
তবে পাকিস্তান সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের ছন্দে থাকা বাংলাদেশ ভারত সফরে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে বলে মনে করেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
তিনি বলেছেন, ‘পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।’
কয়েক দিনের মধ্যেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে ৬, ৯ ও ১২ অক্টোবর।